• ঢাকা
  • রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম
বরগুনার পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

 রোববার (২৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকালে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন