• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ,দুই ভাইসহ তিন শ্রমিক নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫২ পিএম
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ,দুই ভাইসহ তিন শ্রমিক নিহত

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিল শ্রমিক বহনকারী  পিকআপ দুমড়ে-মুচড়ে আপন দুই ভাইসহ ৩ শ্রমিক নিহত এবং আহত হয়েছেন আরও ৯ জন।

ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (১২ জানুয়ারী ২০২৬) দুপুর আনুমানিক ৩টায় জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের সাথে ট্রেনের ধাক্কায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন। বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি সংলগ্ন অরক্ষিত রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান রেলগেট ক্রস করছিল । এ সময় কালুখালী-ভাটিয়াপাড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার মুহূর্তে পিক-আপটিকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আপন দুই ভাইসহ তিনজন শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন, ময়না ইউনিয়নের চরবর্ণি (বিল কামড়াইল) গ্রামের সাইফার মোল্যার ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। 

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংবাদ কর্মীদের জানান, আমরা খবর পেয়েছি তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন