মার্কিন হামলায় বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কে এই নিকোলাস মাদুরো?
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেছে। শনিবার এই খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা রাষ্ট্র এবং এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে একটি হামলা পরিচালনা করেছে। প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং দেশ থেকে বের করে আনা হয়েছে।
অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিচালনা করা হয়েছে জানিয়ে ট্রাম্প লিখেছেন, বিস্তারিত তথ্য মার-আ-লাগোতে একটি সংবাদ সম্মেলনে জানানো হবে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনও এই দাবিগুলোর সত্যতা নিশ্চিত করেনি।
রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ এবং রাজধানীর আকাশে নিচ দিয়ে উড়ন্ত বিমান দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘটনার ঘোষণা আসে। অন্তত সাতটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার কারণে নাগরিকরা রাস্তায় বের হন। অনেকে সামাজিক মাধ্যমে ভিডিও ও বর্ণনা শেয়ার করেছেন। হামলা প্রায় আধা ঘণ্টারও কম স্থায়ী হলেও, কয়েক ঘণ্টা পরেও শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
নিকোলাস মাদুরো কে?
১৯৬২ সালে কারাকাসে জন্ম, মাদুরো তাঁর কর্মজীবন শুরু করেন বাস চালক ও মেট্রো শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে। ভেনেজুয়েলার বামপন্থী রাজনৈতিক আন্দোলনে হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এবং এএলবিএ ও সিইএলএসির মতো আঞ্চলিক ব্লক স্থাপনে ভূমিকা রাখেন।
২০১২ সালে ডেপুটি-প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন এবং ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন।
২০১৩ সালে হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে নির্বাচন জিতে ক্ষমতায় থেকে যান, যদিও বারবার নির্বাচনি জালিয়াতির অভিযোগ উঠেছে।
তার শাসনকালে বারবার নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ধস, ব্যাপক বিক্ষোভ এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে।
মাদুরোর প্রেসিডেন্ট পদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চ্যালেঞ্জের মুখে রয়েছে। ওয়াশিংটন তাকে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনি জালিয়াতি এবং মাদক-সন্ত্রাসবাদে অভিযুক্ত করেছে।
যুক্তরাষ্ট্র ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে মাদুরোর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পরে ২০২৫ সালে তার সরকারকে একটি বৈদেশিক সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: