• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৫৪ পিএম
মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ
ফাইল ফটো

লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি ভালোভাবে নেননি স্বামী রাজ চক্রবর্তী। সামাজিকমাধ্যমে কটাক্ষকারীদের এক হাত নেওয়ার পর এবার মামলা করলেন থানায়। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে পুলিশের দ্বারস্থ হন রাজ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন এ তারকা বিধায়ক। স্ত্রীকে কটাক্ষের বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না তিনি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন তিনি।

তার কথায়, একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তার শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।

নারীদের অসম্মানকারিদের উদ্দেশে এ নির্মাতার গর্জন, আমার পরিবারের কেউ বলে নন। যারা নারীদের কু-ইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘৃণা করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি নারীদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দুতোই তুলে নিতে পারি।

শনিবার (১৩ ডিসেম্বর)  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা দেন মেসি। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হন শুভশ্রী। এরপর থেকেই হন কটাক্ষের শিকার। মাত্রা ছাড়াতেই আইনি পদক্ষেপ অভিনেত্রীর স্বামীর। 

 

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন