• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

সামান্থা বিয়ে করতেই সুখবর নাগার! কবে বাবা হচ্ছেন অভিনেতা?


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৭ পিএম
সামান্থা বিয়ে করতেই সুখবর নাগার! কবে বাবা হচ্ছেন অভিনেতা?
সংগৃহীত

গত বছর শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। বিয়ের পর থেকেই তাদের সংসারে নতুন অতিথি আসার খবর বারবার ঘুরে ফিরেছে। কখনো জল্পনা তুঙ্গে উঠেছে, আবার কখনো তা থেমেও গিয়েছে। তবে এই নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি নাগা কিংবা শোভিতাকে।

সম্প্রতি সেই গুঞ্জন ফের নতুন করে ডানা মেলছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে—নাগা ও শোভিতার সংসারে নাকি শিগগিরই আসতে চলেছে সুখবর।

এই আবহেই এক সাক্ষাৎকারে নাগার্জুনা আক্কিনেনিকে প্রশ্ন করা হয়—তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদা হতে চলেছেন? প্রশ্ন শুনে একগাল হেসে অভিনেতা বলেন, ‘সময়মতো ঠিক জানাব।’

এই উত্তরে সরাসরি সিলমোহর না দিলেও জল্পনা উড়িয়ে দেননি নাগার্জুনা।

তার এই হাসিমুখ প্রতিক্রিয়াই অনুরাগীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে যে সত্যিই নাগা-শোভিতার ঘরে আসতে চলেছে নতুন সদস্য। এর পরই নেটদুনিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ে করেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে গাঁটছড়া বাঁধেন সামান্থা।

সামান্থার বিয়ের রেশ কাটতে না কাটতেই নাগাকে ঘিরে এই সুখবরের জল্পনা—বিষয়টিকে নেটিজেনরা দেখছেন বেশ তাৎপর্যপূর্ণ বলেই।

প্রসঙ্গত, ২০১০ সালে এক ছবির শুটিং ফ্লোরে আলাপ হয় নাগা ও সামান্থার। ২০১৭ সালে চারহাত এক হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক, আর ২০২৪ সালেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এখন প্রশ্ন একটাই—জল্পনাই কি সত্যি হতে চলেছে? নাকি অপেক্ষা আরো কিছুদিন? আপাতত সব নজর নাগা-শোভিতার দিকেই।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন