• ঢাকা
  • সোমবার, ২৫ আগষ্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

অন্তর্বাস পরে রাস্তায় গ্র্যামিজয়ী র‍্যাপার, গ্রেপ্তার করে হাসপাতালে পাঠাল পুলিশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
অন্তর্বাস পরে রাস্তায় গ্র্যামিজয়ী র‍্যাপার, গ্রেপ্তার করে হাসপাতালে পাঠাল পুলিশ

যুক্তরাষ্ট্রের গ্র্যামিজয়ী র‍্যাপার লিল নাস এক্সকে (মন্টেরো লামার হিল) লস অ্যাঞ্জেলেসে অস্বাভাবিক অবস্থায় পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার পর ভেনচুরা বুলেভার্ড এলাকায় তাকে শুধু অন্তর্বাস ও কাউবয় বুট পরে হাঁটাহাঁটি করতে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি অসংলগ্নভাবে কথা বলছিলেন এবং মাথায় একটি ট্রাফিক কোণ পরেছিলেন। টিএমজেড অনলাইন ঘটনাটির ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে রাস্তার মাঝখানে হাঁটতে ও পথচারীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আজ রাতে পার্টিতে দেরি কোরো না।

স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে এলএপিডি (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের ভাষ্যমতে, নাস এক্স তাদের দিকে ছুটে গেলে ধস্তাধস্তি শুরু হয়। এতে এক কর্মকর্তা সামান্য আঘাত পান। পরে তাকে নিয়ন্ত্রণে নিয়ে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের ধারণা, ঘটনাটি অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের কারণে এমনটি ঘটিয়েছেন তিনি। ২৬ বছর বয়সী এই তারকা ২০১৯ সালে ‘ওল্ড টাউন রোড’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান। গানটি টানা ১৯ সপ্তাহ বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষে থেকে রেকর্ড গড়ে। পরে তিনি আরো কয়েকটি হিট গান প্রকাশ করেন।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে আংশিক মুখ অবশ হয়ে পড়ার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় ভক্তদের আশ্বস্ত করে তিনি জানান, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিতর্কিত পোশাক এবং খোলামেলা ব্যক্তিত্বের জন্যও নাস এক্স সমান আলোচিত। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন