• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ইরানে বিক্ষোভ সফল করতে ট্রাম্পের সহযোগিতা চাইলেন ক্রাউন প্রিন্স পাহলভি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৫ পিএম
ইরানে বিক্ষোভ সফল করতে ট্রাম্পের সহযোগিতা চাইলেন ক্রাউন প্রিন্স পাহলভি

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়া লোকজনদের নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তাদের আন্দোলন সফল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতাও চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে তিনি বলেছেন, “জনাব প্রেসিডেন্ট, আমি জরুরিভিত্তিতে আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপ আশা করছি। গত রাতে ইরানের লাখ লাখ সাহসী মানুষকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়া হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা) তার টিকে থাকার সর্বশেষ পন্থা হিসেবে সহিংসতাকে বেছে নিয়েছে। ইরানের জনগণ এখন বুলেটের মুখোমুখি এবং আমরা সেখানকার খবর জানতে পারছি না। কারণ সরকার পুরো যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে। ইরানে এখন ইন্টারনেট, মোবাইল ফোন, ল্যান্ডলাইন— সব অকার্যকর।”

প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা ইরানি রিয়েলের অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।

এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার।

মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী, বিক্ষোভের গত ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানে নিহত হয়েছেন ২ শতাধিক মানুষ।

এদিকে, ইরানে বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারকে ট্রাম্প এই মর্মে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবেন তিনি। এ পর্যন্ত চারবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সূত্র : এএফপি

দৈনিক পুনরুত্থান / আন্তর্জাতিক ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন