• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

একদল বিপদগামী মানুষ তৃতীয় পক্ষকে সুযোগ দেয়ার জন্য নাশকতা করেছে: নুর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:১০ পিএম
একদল বিপদগামী মানুষ তৃতীয় পক্ষকে সুযোগ দেয়ার জন্য নাশকতা করেছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, একদল বিপদগামী মানুষ বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, তৃতীয় পক্ষকে সুযোগ দেয়ার জন্য দুই পত্রিকা অফিসে নাশকতা করেছে। চট্টগ্রামে দূতাবাসের উপ-হাইকমিশনে ভাঙচুর করা হয়েছে। আমরা মনে করি এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নুর আরো বলেন, এসব ঘটনা দেশের মানুষকে শঙ্কিত করেছে। অনেক সাংবাদিক আমাদের ফ্যাসিবাদের আমলেও সহায়তা করেছে। সে সব সাংবাদিক যখন ভবনের ছাদে আটকে পড়ে সহায়তা চায় তা খুবই কষ্টের।

নুর বলেন, আপনারা জানেন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এমন সময় এই অরাজকতামূলক ঘটনা ঘটেছে। আমাদের সহযোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। এই শোকের সুযোগ কাজে লাগিয়ে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে। তৃতীয় পক্ষকে সুযোগ দেয়ার জন্য দুইটি পত্রিকা অফিসে হামলা- আগুন দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নাশকতা করেছে। আমাদের বরেণ্য সাংবাদিক, গণতন্ত্রের জন্য লড়াকু সৈনিক নূরুল কবীরকে হেনস্থা করা হয়েছে।

একটি গণমাধ্যমে অনেক ধরনের মানুষ থাকে উল্লেখ করে নুর বলেন, এই ঘটনা দেশ সম্পর্কে বিরূপ নেতিবাচক বার্তা দেয়, দেশের আইন-শৃঙ্খলা সম্পর্কে একটা ভঙ্কুর চিত্রের ধারণা দেয় বিশ্ববাসীকে। এই ঘটনাগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ না নিতে পারে তাহলে আগামীতে আরো বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। যে বিপর্যয় নির্বাচনকে পিছিয়ে দিতে পারে। আর একটি নির্বাচিত সরকার ছাড়া দেশেকে সমৃদ্ধশালী করা সম্ভব না।

এভাবে চলতে থাকলে এটা কারো জন্যই মঙ্গলজনক হবে না সর্তক করে নুর আরো বলেন, আমরা মনে করি যে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সবাইকে বলবো আমরা যেনো কারো উসকানিতে পা না দিয়ে দেশকে নতুন সংকটের দিকে ঠেলে না দেই। নির্বাচনের জন্য সবার দায়িত্ব পালন করতে হবে।

ফ্যাসিবাদের সময় থেকেই আমরা লড়াই করেছি। আমি সবাইকে অনুরোধ করবো আমরা দেশের মধে্য একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি না করি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন