কালকিনিতে আওয়ামীলীগের ৬ মামলার আসামী গ্রেফতার
মাদারীপুরের কালকিনিতে রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে থানায়।
শনিবার (৮নভেম্বর) বিকালে নুরুল হক ঢ়াড়িকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হক ঢ়াড়ি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর রমজানপুর (ঢ়াড়ি কান্দি) গ্রামের কাসেম ঢ়াড়ীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রমজানপুর ইউনিয়নের সভাপতি নূরুল হক ঢ়াগি গা ঢাকা দিয়ে থাকে। গতকাল শনিবার(৮ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, আওয়ামী লীগ নেতা নুরুল হক ঢ়াড়ির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। নুরুল হক ঢ়াড়িকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: