কালীগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ সাবলু গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর ) রাতে চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতী এলাকার মাদক ব্যবসায়ী মো. সাবলু মিয়া (৪২) এর বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদী এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহমান সরকার, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানকালে সাবলুর বসতবাড়ির পেছনের রাস্তার মাটির নিচ থেকে তিনটি পোটলায় মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। উদ্ধারকৃত প্রতি কেজি গাঁজার মূল্য ১৫ হাজার টাকা হিসেবে যার মোট মূল্য দাঁড়ায় দুই লাখ পঁচিশ হাজার টাকা।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১৪। তারিখ ৮ নভেম্বর/২০২৫ ইং।
স্থানীয়দের মতে, মাদকপ্রবন এলাকা হিসাবে কালীগঞ্জ চিহৃিত হলেও বর্তমান ওসির যোগদানের পর প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক ব্যবসায়ী, উদ্ধার হচ্ছে মাদক।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, কালিগঞ্জ থানা পুলিশের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: