• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনার  কয়রায় উপজেলা প্রশাসের আয়োজনে উৎসব মূখর পরিবেশে  তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কিশোর-কিশোরী ক্লাব ও যুব সংগঠনের শতাধিক প্রতিযোগী অংশ নেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় কয়রা উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায বিজয়ীদের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, 

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনি শংকর, আনসার ভিডিপি অফিসার অহিদুজ্জামান প্রমুখ। এর ়আগে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসব সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়।  

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন, তরুণরা একটি জাতির অমূল্য সম্পদ। নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। ক্রীড়া ও সংস্কৃতির সমন্বিত বিকাশ একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন