• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কয়রায় ৩ শতাধিক হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০২ পিএম
কয়রায় ৩ শতাধিক হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৩শতাধিক  পিছ হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা জব্দ  করেছে। 

জানাগেছে বুধবার ১২ নভেম্বর  সকাল ৮ টার দিকে সুন্দরবনের ছোট কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে ফুট পেট্রোলিংএর মাধ্যমে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়।তবে এ ঘটনার সাথে কাওকে আটক করা সম্ভাব হয়নি।

 অভিযান পরিচালনার দায়িত্বে থাকা  হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ বলেন, সুন্দরবনে ছোট  কালির খাল এ এলাকায় ফুট পেট্রোলিং করার সময় ৩শতাধিক হরিণ ধরার ফাঁদ ও একটি ডিঙি নৌকা জব্দ  করি তবে এ ঘটনার সাথে জড়িত কাওকে আটক করা সম্ভাব হয়নি। দুষ্কৃতীকারীরা আমাদের অভিযানের খবর জানতে পেরে নৌকা রেখে পালিয়ে যায়।  হরিণ শিকারে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইণগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে। 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এর সাথে জড়িত ব্যাক্তিদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন