• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

জনসেবার সর্ববৃহৎ পরিসর হচ্ছে রাজনৈতিক অঙ্গন- সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ পিএম
জনসেবার সর্ববৃহৎ পরিসর হচ্ছে রাজনৈতিক অঙ্গন- সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম

জনসেবার সর্ববৃহৎ পরিসর হচ্ছে রাজনৈতিক অঙ্গন। একটি দেশের রাজনীতি সে দেশের সমাজ অর্থনীতি ও উন্নয়নসহ সবকিছু পরিচালিত করে। যখন নির্বাচিত সরকার থাকে এবং সেই সরকারের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি থাকে তারাই মূলত ওই এলাকার মানুষের সুখে দুখে পাশে থাকে এবং কাজ করার সুযোগ পায়, তবে প্রশাসনের সহায়তা নিয়ে তাদের দ্বারাই ওই এলাকার উন্নয়ন হবে। আমরা যারা প্রশাসনিকভাবে সিনিয়র হয়েছি অভিজ্ঞ হয়েছি, আমরা যদি তাদের পাশে থেকে কাজ করার সুযোগ পাই তাহলে ওই এলাকার উন্নয়ন আরও তরম্বিত হবে আরো এগিয়ে যাবে। রবিবার ( ৯ নভেম্বর)  সকালে বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকালে কথাগুলো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম।

এ সময় তিনি আরো বলেন, আপনাদের মত আমরাও বঞ্চিতদের দলে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের ফলে ৫ আগস্ট এর পর আমরা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। দেশ জাতি ও এলাকার মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি। আমরা সে সুযোগ কাজে লাগাতে চাই। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ডক্টর ফরিদুল ইসলাম।

সাবেক এই সচিব আরো বলেন, আমাদের বাগেরহাটের উন্নয়নে আমার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরেক সচিব ডঃ মশিউর রহমান সর্বাত্মক সহায়তা করে যাচ্ছেন। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। এদেশের ১৮ কোটি মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলে জনগণকে সাথে নিয়ে বাগেরহাটের উন্নয়নে কাজ করতে পারব। আমরা চাই আমাদের কর্মকাণ্ডের মধ্যে দেশের মানুষ আমাদেরকে মনে রাখুক।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন