• ঢাকা
  • বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৭ পিএম
জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আজ বুধবার নারা শহরের একটি আদালতে বিচারক শিনিচি তানাকা এই আদেশ দেন। ২০২২ সালে প্রকাশ্যে শিনজো আবেকে গুলি করে হত্যার ঘটনা সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

জাপানে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্তদের প্যারোলে মুক্তির সুযোগ আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যারা এই সাজা পান তাদের অনেকেই কারাগারে থাকাকালীন মারা যান।

জাপানে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অপরাধ প্রায় নেই বললেই চলে। শিনজো আবে হত্যাকাণ্ড পুরো দেশকে হতবাক করে দিয়েছিল।

এই মামলার শুরুতেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামি নিজের অপরাধ স্বীকার করে বলেন, ‘সব কিছুই সত্য। আমি যে এটা করেছি, এতে কোনো সন্দেহ নেই।’ প্রসিকিউটররা তার যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান। যুদ্ধ-পরবর্তী ইতিহাসে একে নজিরবিহীন বলে উল্লেখ করেন তারা।

অন্যদিকে ইয়ামাগামির আইনজীবীরা শাস্তি কমানোর আবেদন জানান। তাদের দাবি, ‘ইয়ামাগামি ধর্মীয় নির্যাতনের’ শিকার। তার মা ইউনিফিকেশন চার্চের প্রতি অতিরিক্ত অনুগত ছিলেন, যার কারণে পরিবারটি আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। পরে ইয়ামাগামি জানতে পারেন, শিনজো আবের সঙ্গে ওই বিতর্কিত চার্চের সম্পর্ক ছিল। এ থেকেই তার মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে দাবি করেছে প্রতিরক্ষা পক্ষ।

দুটি ধাতব পাইপ ও ডাক্ট টেপ দিয়ে ঘরে বানানো বন্দুক হাতে নিয়ে তিনি ২০২২ সালের ৮ জুলাই পশ্চিম জাপানের নারা শহরে একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে আবের দিকে দুটি গুলি ছোড়েন। শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন