• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আদায়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আদায়

একদিনে ৭১টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় মোট আদায় হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে তাদের ভেরিফায়েড পেজে প্রকাশ করে বিষয়টি জানিয়েছে।

সেখানে বলা হয়, রোববার ২৩ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ১১০টি মামলা করা হয়।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া সেদিন মোট ২ হাজার ৯০৮টি টিকিট যাচাই করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন