ডিমলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত
নীলফামারীর ডিমলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ নভেম্বর)বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার সংলগ্ন মাঠে উক্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে এই ঐতিহ্যবাহী খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য,নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)এর আহ্বায়ক প্রকৌশলী আলহাজ্ব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সমাজসেবক খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা,গোলাম রব্বানী প্রধান।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর খেলাটি এক নজর দেখতে হাজার-হাজার উৎসবমুখর মানুষজন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ডিমলা
- খেলা অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: