• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঢাকায় এনসিপি নেত্রী রুমীর নিথর দেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:১৭ পিএম
ঢাকায় এনসিপি নেত্রী রুমীর নিথর দেহ উদ্ধার
এনসিপি নেত্রী রুমী

রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাত আরা রুমী (৩০) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন