• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

তানজিন তিশার বিরুদ্ধে এবার গুলশান থানায় জিডি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
তানজিন তিশার বিরুদ্ধে এবার গুলশান থানায় জিডি

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন এক নারী উদ্যোক্তা। এরপর হয় মামলা। এসবের রেশ কাটতে না কাটতেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সায়ানা কুটর ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

শুধু তা-ই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে এই নারী উদ্যোক্তা জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর গুলশান থানায় ১২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে সায়ানা উল্লেখ করেন, ‘আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার নিজস্ব ফ্যাশন হাউস রয়েছে, স্টুডিও রয়েছে। দেশের নামিদামি সব তারকা আমার ফ্যাশন হাউসের কাপড় পরিধান করে থাকেন।

তারই পরিপ্রেক্ষিতে বিবাদী তানজিন নাহার তিশা গত ১৩ ডিসেম্বর ২০২৪ সালে আমার কাছ থেকে ৭৫ হাজার দামের একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়ে যান। শাড়িটি পরা শেষে পরের দিন ফেরত দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি তিনি শাড়িটি ফেরত দেননি।’

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ‘শাড়ির জন্য গত ১৫ ডিসেম্বর ২০২৪ সালে আমি তার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করি। তারই পরিপ্রেক্ষিতে তিনি আমাকে ১৭/১২/২০২৪ইং তারিখে শাড়ি ফেরত চাওয়ার কারণে নানা প্রকার অশ্রাব্য ভাষায় গালাগালসহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

এমনকি ডিক্টেটিভ ব্রাঞ্চ (ডিবি)-এর মাধ্যমে হেনস্তা করবেন বলে হুমকি প্রদান করেন। যার কিয়দংশ আমার মোবাইল কল রেকর্ডিংয়ে প্রমাণ হিসেবে রয়েছে। এই ঘটনার পরেও আমি বিগত ১৩/০৩/২০২৫ ইং, ১৮/০৫/২০২৫ ইং তারিখে তার সাথে অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা হলে বিনয়ের সাথে আমার শাড়িটি ফেরত চাই। কিন্তু তিনি আমাকে শাড়ি ফেরত দেবেন না বলে জানান।’

এতে আরো উল্লেখ করা হয়, বিগত ০৫/১১/২০২৫ ইং তারিখে বিভিন্ন সংবাদপত্রে তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি শাড়িবিষয়ক মামলার কথা জেনে আমি তাকে ফেসবুক মেসেঞ্জারে আমার শাড়িটি ফেরত দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করি।

বিগত ০৬/১১/২০২৫ ইং তারিখে আমার স্টুডিওতে নিয়োগকৃত ফটোগ্রাফার ঝুটন-তাকে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি। পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ঝুটুনকে ফোন দিলে ঝুটুন তার কাছে আমার রেফারেন্সে শাড়িটি ফেরত চাইলে, ঝুটুনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আমার সম্পর্কে নানা রকম খারাপ মন্তব্য করে ফোন রেখে দেন।

সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে ০৭/১১/২০২৫ ইং তারিখে বিবাদী তিশা আমাকে ফেসবুক মেসেঞ্জারে ফোন করে মামলার হুমকিসহ আমার মান-সম্মানকে নষ্ট করে আমাকে সমাজে হেয় করে ভাইরাল করার হুমকি প্রদান করেন। এমনকি বিগত ১০/১১/২০২৫ ইং তারিখে আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে আমার ব্যবসা নষ্ট করবেন, আমার ব্যাবসায়িক সুনাম নষ্ট করবেন এবং আমার ডিজাইনকৃত কাপড় কেউ পরবে না মর্মে হুমকি প্রদান করেন। উক্ত বিষয়ে বর্তমানে আমি ভীষণ নিরাপত্তাহীনতাবোধ করছি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন