নকলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা
শেরপুরের নকলায় ৩টি বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বেকারি ৩টি হলো - রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারি।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)'র লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এই জরিমানা করা হয়।
নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।
বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশ সহযোগিতা করেন। এসময় বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) সহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রতিনিধিকে জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নকলা
- ভ্রাম্যমাণ আদালত
- জরিমানা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: