• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৪৮ পিএম
নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রচার প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বৈঠকে বসেন।

বৈঠক প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন—যে আমাদের প্রস্তুতি এবং আমাদের অগ্রগতি, আমাদের  প্রাসঙ্গিক বিষয়গুলো। সেগুলো সম্পর্কে ওনাদের ধারণা দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন সামগ্রী, মেটোরিয়াল রিকোয়ার ফর ভোটিং প্রিয়রড, আমাদের ওভারসিজ ভোটার যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং...সেটা প্রসেসটা চলছে। আমরা আশাবাদী বলেছি, আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে উনারা আশাবাদ করেছেন।”

ইসি সচিব বলেন, “আইসিপিভির আওতায় দেশের ভেতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে। এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। রেফারেন্ডামের (গণভোট) কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে—এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে উনারা বলেছেন যে, এটা আপনাদের একটা চ্যালেঞ্জ। কিন্তু  আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি তাতে তারা আশাবাদী।”

তিনি বলেন, “মিসইনফরমেশন–ডিসইনফরমেশন– ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি, আমাদের প্রস্তুতি আছে এবং আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যাক্রমে আমরা এটাকে স্কেল আপ করবো—সেটাও জানিয়েছি।”

ইসি সচিব বলেন, “কমনওয়েলথ মহাসচিব বলেছেন ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ) এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, “অবজারভার যারা বিদেশ থেকে আসবেন—তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি, এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাব। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদের বলেছেন যে উনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টা দেশ। আমরা যদি কোনও সহযোগিতা চাই সেটা উনারা করার জন্য প্রস্তুত আছেন। ইউকে আমাদেরসহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।”

ইসি সচিব বলেন, “আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা সারাদেশকে—তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সে ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গুলোকে সামাল দেবো।”

ইসি কী ধরনের সহযোগিতা করতে চাইবে এবং কমনওয়েলথ কখন-কতজন পর্যবেক্ষক পাঠাবেন জানতে চাইলে সচিব বলেন, “আমরা যেকোনও সহযোগিতা চাইলে তাদের সক্ষমতার ভেতরে তারা আমাদেরকে করবেন। এখন এটা চাওয়ার দায়িত্বটা আমাদের।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন