নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ক্যাসিনো হাফিজ এখন পলাতক
রংপুর বিভাগজুড়ে "ক্যাসিনো সম্রাট" হিসেবে পরিচিত হাফিজুর রহমান হাফিজ ওরফে ক্যাসিনো হাফিজ বর্তমানে নাশকতা মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকার আলুটারী গ্রামে কৃষক আব্দুস সামাদের কনিষ্ঠপুত্র হিসেবে জন্ম নেয়া হাফিজ ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার উত্থান শুরু করেন।
২০২০ সালে লালমনিরহাট-২ আসনের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামানের ঘনিষ্ঠতা থেকে হাফিজের রাজনৈতিক দৃঢ় যাত্রা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অর্থসহায়তা দিয়ে তিনি মন্ত্রীপুত্রের আস্থা অর্জন করেন এবং হয়ে ওঠেন দাপুটে ছাত্রলীগ নেতা। সেই সুযোগে বিস্তার ঘটান তার ক্যাসিনো সাম্রাজ্যের, যা বর্তমানে পুরো রংপুর বিভাগজুড়ে একটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছে।
বিগত স্বৈরাচার সরকার আমলে মন্ত্রীপুত্রের সখ্যতার কারণে প্রশাসনের কোনো আইনি জালে কখনোই পড়তে হয়নি তাকে। তবে ৫ আগস্ট সরকারের পতনের পর নিজের অবস্থান টিকিয়ে রাখতে তিনি অন্য রাজনৈতিক দলের কিছু নেতা এবং প্রশাসনের একটি অংশকে ম্যানেজ করে গোপনে তার ক্যাসিনো ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
গত ১১ নভেম্বর ২০২৫, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাফিজ আসামি হন এবং এরপর থেকেই তিনি পলাতক। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে গেলেও এখনো তাকে ধরতে পারেনি।
তবে কালীগঞ্জ থানা পুলিশের দাবি, মামলা হওয়ার পরপরই হাফিজ এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- পলাতক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: