পাঁচবিবিতে মন্ডল জুয়েলার্স ডাকাতি, লুট ৩৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে পাঁচবিবি পৌরসভার স্টেশন রোডে অবস্থিত মন্ডল জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া দোকানটির মালিক মোঃ নুরুল ইসলাম (৩৫)। উপজেলার দিবাকরপুর গ্রামের বাসিন্দা।
দোকান মালিক সূত্রে জানা যায়, ভোররাতে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের সামনে আসে। এ সময় দোকানের নাইট গার্ড শ্রী ভুট্টু (৫৪)-কে হাত বেঁধে ফেলে তারা। পরে দোকানের তালা কেটে এবং সিন্দুক ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- মন্ডল জুয়েলার্স
- ডাকাতি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: