• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসে ভাঙচুর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৭ পিএম
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসে ভাঙচুর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে এক যুবক একটি অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন বিকেল থেকে অফিস কক্ষ ভাঙচুরের ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরিহিত এক যুবক কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে আসবাবপত্র ভাঙচুর করছে। এ সময় আরেকজন মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছিল। ভাঙচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।

অধ্যক্ষ পান্না লাল রায় বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভেঙে ফেলে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ভাঙচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছেন। এ বিষয়ে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভাঙচুরে জড়িত যুবক জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং কলেজটির সাবেক ছাত্র।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ ফোন করে বিষয়টি জানিয়েছেন। তদন্তের জন্য ঘটনাস্থলে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন