• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পেকুয়ায় চুরির ঘটনার বিরোধ সালিশি বৈঠকে সমাধান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম
পেকুয়ায় চুরির ঘটনার বিরোধ সালিশি বৈঠকে সমাধান

​কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং সামাজিক বিভেদের অবসান হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর, শনিবার, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এক ঐতিহাসিক সালিশি বৈঠকের মাধ্যমে এই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করা হয়। ছনখোলা স্টেশনে সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরুব্বীদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

​প্রবাসী সুমনের ওপর আনা অভিযোগ ভিত্তিহীন ​শালিশি বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এলাকার প্রবাসী সুমন। দীর্ঘ বিচার-বিশ্লেষণ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, তাঁর বিরুদ্ধে আনা চুরির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ন্যায়বিচারের মাধ্যমে প্রবাসী সুমন সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন।

​এ প্রসঙ্গে সুমন জানান, "দৈনিক সকালের সময় পত্রিকায় ও চ্যানেল পেকুয়া পেইজে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি প্রবাসে অত্যন্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। আমার বিরুদ্ধে আনা চুরির অভিযোগের কোনো সত্যতা ছিল না। এটি আমার সম্মান ও সুনামের ওপর মারাত্মক আঘাত করেছিল। সমাজের সকলে বসে শালিসি বৈঠক করেছেন এবং এতে আমি সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়েছি।"

​ক্ষমা চাইলেন বক্তব্যদাতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা

​এই ঘটনাকে কেন্দ্র করে যারা সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য ও স্ট্যাটাস দিয়েছিলেন, সালিশি বৈঠকে উপস্থিত হয়ে তারা নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

​সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই শান্তিপূর্ণ সমাধানের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল বোঝাবুঝি বা মিথ্যা রটনা সমাজে কোনো বিভেদ সৃষ্টি না করে, সেই বিষয়ে আশা প্রকাশ করেছেন। এলাকার শান্তি ও ঐক্য বজায় রাখতে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষণ করেন।

সমাজ পরিচালনা কমিটির মোঃ বোরহান উদ্দিন জানান, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভুল বুঝাবুঝি চলছিল। এঘনা সত্য নয়।আমরা সমাাজের সকলে বসে এটা সমাধান করে দিয়েছি। এ বিষয়ে তাদের মধ্যে আর ভুল বুঝি থাকবে না। আমরা উভয় পক্ষকে নিষেধ করেছি। 

বারবাকিয়া বন বিভাগের সুফল কমিটির সদস্য ও বিএনপির নেতা জমির উদ্দিন বলেন- চুরির বিষয়টি কিছু মানুষের কথায় প্রবাসী সুমনের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। এলাকার মান্য গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিটমাট করে সমাধান করা হয়েছে। পরবর্তিতে এমন যেন মিথ্যার আশ্রয় নিয়ে কোন ঘটনার সূত্রপাত না ঘটে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

​এ সময় উপস্থিত ছিলেন সমাজ কমিটির মোঃ বোরহান, মোঃ ফরিদ আলম, আব্দুল করিম, জমিম উদ্দিন, রবিউল আলম, কাইছার, আবুল কালাম, মঈন উদ্দিন, মোস্তাক মাঝি, নেজাম উদ্দীন-সহ এলাকার শত শত সাধারণ মানুষ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন