• ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

প্রযোজকের দাবি, ভারতীয় অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তানজিন তিশা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম
প্রযোজকের দাবি, ভারতীয় অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তানজিন তিশা

বেশকিছু দিন ধরেই মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে দেশীয় শোবিজ অঙ্গনে বিব্রতকর এক বিতর্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, কলকাতার একটি সিনেমাতে অভিনয়ের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম নেয়ার পরও তিনি কাজ না করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

প্রায় তিন মাস আগে ‘ভালোবাসার মরশুম’ নামের একটি ভারতীয় বাংলা সিনেমায়  অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। সিনেমাটির পরিচাক ভারতীয় পরিচালক এম এন রাজ। তবে শুটিংয়ের সময়সূচি মিল না হওয়া এবং ভিসাজনিত জটিলতার কারণে শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজে অংশ নিতে পারেননি তিনি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে প্রযোজক সরিফুল ধাবক অভিযোগ করেছেন চুক্তির সময় তিশাকে দেয়া অগ্রিম পারিশ্রমিক তিনি এখনও ফেরত দেননি। এমনকি সময়মতো ভারতীয় অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা না দিয়ে অভিনেত্রী যুক্তরাষ্ট্রে চলে যান।  

সরিফুল ধাবক জানান, তিশার জন্য ভিসার স্লট ঠিক করা হলেও নানা অজুহাতে তিনি তা এড়িয়ে যান। এরপর আর ভিসা পাওয়া সম্ভব হয়নি। ছবি: সংগৃহীত

সরিফুল ধাবক জানান, তিশার জন্য ভিসার স্লট ঠিক করা হলেও নানা অজুহাতে তিনি তা এড়িয়ে যান। এরপর আর ভিসা পাওয়া সম্ভব হয়নি। ছবি: সংগৃহীত

সরিফুল ধাবক জানান, তিশার জন্য ভিসার স্লট ঠিক করা হলেও নানা অজুহাতে তিনি তা এড়িয়ে যান। এরপর আর ভিসা পাওয়া সম্ভব হয়নি। তিশার সুবিধার জন্য একাধিকবার শুটিংয়ের সময় পরিবর্তন করাও হয়। কিন্তু কাউকে কিছু না জানিয়ে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে।প্রযোজক বলেন, ভালোবাসার মরশুম’ সিনেমাতে অভিনয়ের জন্য তানজিন তিশার সঙ্গে ১১ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তির সময় তিনি দুই দফায় মোট ৪ লাখ ১২ হাজার টাকা নেন। বাকি টাকা শুটিং ও ডাবিংয়ের সময় দেয়ার কথা ছিল। কিন্তু সিনেমাতে অভিনয় না করেও তিনি অগ্রিম পারিশ্রমিক ফেরত দিচ্ছেন না। তিনি জানান, অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই করেছেন।

 

এ বিষয়ে তানজিন তিশার পাল্টা বক্তব্য দিয়েছেন। অভিনেত্রী তার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক

এ বিষয়ে তানজিন তিশার পাল্টা বক্তব্য দিয়েছেন। অভিনেত্রী তার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক

অন্যদিকে, এ বিষয়ে তানজিন তিশার পাল্টা বক্তব্য দিয়েছেন। অভিনেত্রী তার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন। তিশার দাবি, সিনেমাটির কারণে উল্টো তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কথায়, তিনি দুই মাস অপেক্ষা করেছেন, কিন্তু শুটিং শুরুর কথা থাকলেও পরিচালক তখনো প্রস্তুত ছিলেন না। তাই বাধ্য হয়েই তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন