ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন খেলাফত মজলিস প্রার্থী মুফতি শরাফাত হোসাইন
বোয়ালমারীতে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শরাফত হোসাইন মনোনয়ন পত্র জমা দিলেন।
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) তিনি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রকিবুল হাসান এর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি শারাফাত হোসাইন বলেন, "দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত ছিলো। আমরা ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের সমর্থন পেলে আমি ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।"
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ফরিদপুর
- মুফতি শরাফাত হোসাইন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: