ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল এক ইউনিয়ন থেকে তিন হেভিওয়েট
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অংশ গ্রহণে আসনটিতে নির্বাচনকে ঘিরে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, জাতীয় ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেসসহ বিভিন্ন দলের প্রার্থী এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী।
এবারের আলোচিত বিষয় হ'লো বোয়ালমারী উপজেলার এক ইউনিয়ন থেকে তিনজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিন জন প্রার্থীই নির্বাচনে ভোট যুদ্ধের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিন প্রার্থী হলেন, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের বাসিন্দা ফরিদপুর-১ আসনের সাবেক চার বারের সংসদ সদস্য,জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাত ও পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের বাসিন্দা, জাতীয় নাগরিক পার্টি'র(এনসিপি) বিদ্রোহী, ফরিদপুর জেলার আহবায়ক, স্বতন্ত্র প্রার্থী মো. হাসিবুর রহমান অপু ঠাকুর।
দেখা যাক ফরিদপুর-১ আসনের মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের নাম ও দলের নাম। এঁরা হোলেন, খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি);
মোঃ ইলিয়াস মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী; মোঃ শাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র;
শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় ঐক্য ফ্রন্ট; লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র; মোঃ হাসিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (বিদ্রোহী);
মোহাম্মদ শারাফাত হোসেন, খেলাফত মজলিস; মোহাম্মদ গোলাম কবির মিয়া,স্বতন্ত্র; সুলতান আহমেদ খান, জাতীয় পার্টি; শেখ আব্দুর রহমান জিকো, স্বতন্ত্র; মৃন্ময় ক্লান্তি দাশ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি; মোহাম্মদ আরিফুর রহমান, স্বতন্ত্র; মোঃ আবুল বাশার খান, স্বতন্ত্র; শামসুদ্দিন মিয়া, স্বতন্ত্র; মুহাম্মদ খালিদ বিন নাসের, বাংলাদেশ কংগ্রেস।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: