• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুর-১ এ মনোনয়ন পরবর্তী বিএনপি-তে জটিলতা তীব্রতর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:০৪ পিএম
ফরিদপুর-১ এ মনোনয়ন পরবর্তী বিএনপি-তে জটিলতা তীব্রতর

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরবর্তী জটিলতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত দুইদিন পূর্বে বিএনপি বাকী ৩৬টি আসনের সাথে ফরিদপুর-১ আসনেও প্রার্থীর নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম-কে এই আসন থেকে প্রার্থীতা ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুত্র জানায়, যথাযথ  নিয়ম মেনে দলের হাই কমান্ড তথা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশক্রমে এই ঘোষনা দেওয়া হয়। তথাপিও এই ঘোষনাকে অবৈধ বলে মানতে নারাজ বিএনপির  অপর পক্ষ। বোয়ালমারী উপজেলা বিএনপির একাংশ এই মনোনয়নকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। 

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি ও মনোনয়ন প্রত্যাশী মো. শামসুদ্দিন মিয়া ঝুনু তাঁর নিজ বাড়িতে অনুসারীদের নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেন।

সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঝুনু মিয়া বলেন, “এই নমিনেশন অবৈধ। আমরা অরিজিনাল জাতীয়তাবাদী কর্মীরা কেউ  এই অবৈধ প্রার্থীর পক্ষে কাজ করব না।”

সভায় উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান বাবু, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, মো.আবুল কালাম আজাদ, এবং মো. শাহীন আনোয়ারসহ আরও অনেকে । উপস্থিত সকলে সমস্বরে চিৎকার করে ঝুনু মিয়াকে সমর্থন করেন 

ঝুনু মিয়ার এই মন্তব্যে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপস্থিত কয়েকজন স্থানীয় নেতা জানান, দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ ছাড়া, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম এই বক্তব্যের প্রতিবাদে বলেন,

“বিএনপির মনোনয়ন অনেকেই চেয়েছিলেন, কিন্তু পাবেন একজন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। সেখানে মনোনয়ন অবৈধ হয় কি ভাবে?” তিনি আরও বলেন, 'দলের সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্বের নির্দেশনা সর্বাগ্রে গ্রহণযোগ্য এবং সকল কর্মীকে তা মেনে চলতে হবে।'

রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব যখন কাউকে মনোনয়ন দেন, তখন তা রাজনৈতিক ভাবে বৈধ হয়। এখানে অবৈধ বলার কোন সুযোগ নাই।  ভুল ত্রুটি যাচাই করবেন নির্বাচন কমিশন।  তারা বলতে পারবে কে বৈধ, আর কে অবৈধ। 

স্থানীয় বিএনপি সমর্থকগণ জানিয়েছেন, মনোনয়ন বিতর্ক থাকলেও তারা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থাবান। এক কর্মী বলেন, “আমরা বিএনপি করি, ধানের শীষের প্রতি আস্থা রাখবো ইনশাআল্লাহ।”

বোয়ালমারী উপজেলায় মনোনয়নকে ঘিরে রাজনৈতিক আলোচনার মাত্রা তীব্র, এবং সকলের নজর এখন নির্বাচন প্রক্রিয়া ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন