• ঢাকা
  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় কমিউনিটি প্যারামেডিকদের সক্ষমতা বৃদ্ধির ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৪২ পিএম
বরগুনায় কমিউনিটি প্যারামেডিকদের সক্ষমতা বৃদ্ধির ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন (BCPA), CBSG-এর সহযোগিতায় ২৫–২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত RDF ট্রেনিং ও রিসার্চ সেন্টারে ৩ দিনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রেজওয়ানুর আলম, তত্ত্বাবধায়ক, বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। তিনি বলেন, “কমিউনিটি প্যারামেডিকরা দেশের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “এন্টিবায়োটিক ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অযথা ও অপ্রয়োজনীয়ভাবে এন্টিবায়োটিক না দিয়ে রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল হতে হবে।” এ সময় তিনি বরগুনার কমিউনিটি প্যারামেডিকদের ভবিষ্যৎ সাফল্য ও পেশাগত উৎকর্ষতার জন্য শুভকামনা জানান। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ হোসেন, সম্পাদক ও সাংবাদিক, দৈনিক দীপঞ্চল।

তিনি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা, আচরণগত উন্নয়ন এবং রোগীসেবার মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ৩ দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কনসালটেন্ট ট্রেনার পিন্টু ভৌমিক। সহযোগিতা করেন CBSG প্রোগ্রাম অফিসার রাসনা শামিম এবং সুইসকন্টাক্ট বরিশাল বিভাগের কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন।

অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল করিমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। ৩ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং কমিউনিটি প্যারামেডিকদের পেশাগত উন্নয়নে এমন কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন