বরগুনায় ২২৬ জন হাতুড়ে প্রাণীর চিকিৎসক সেবা দিচ্ছেন গবাদি পশুর
বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় হাতুড়ে /ভুয়া প্রাণী চিকিৎসকের অপচিকিৎসায় প্রাণ হারাচ্ছে অনেক গবাদি পশু।সরকারি নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এরা প্রতিনিয়ত পশু চিকিৎসা করতেছে।
এসব অপচিকিৎসর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বরগুনার অনেক খামারি। বরগুনা জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে বরগুনা জেলার আমতলীতে ৭৩ জন,তালতলীতে ৪৩ জন,বরগুনা সদরে ৪৯ জন,বেতাগীতে১৭ জন,বামনায় ১২ জন,পাথরঘাটায় ৩২ জন,সর্বমোট ২২৬ জন হাতুড়ে/ ভুয়া প্রাণী চিকিৎসক আছে।
বরগুনা জেলায় সর্বমোট গরুর সংখ্যা ৪৫৪৩৭৯ টি,মহিষ ২৮৮০৮ টি,ছাগল ১৮০০৩৪ টি,ভেড়া ৮১৯৯টি,ঘোড়া ১০৪ টি, সর্বমোট গবাদি পশুর সংখ্যা ৬৬৮৭৫৮ টি এছাড়াও রয়েছে হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি। এই জেলায় সর্বমোট গবাদি পশুর খামার ১৫৭৮,মোট প্রান্তিক গবাদি পশুর খামার ৮০৬০৮ টি,পোল্ট্রি খামার ২৩১৪ টি,হাঁসের ফার্ম ৭৫ টি, প্রান্তিক হাসের খামার ৪৬০৬৪ টি।বরগুনা জেলায় সর্বমোট প্রাণিসম্পদ পরিবার ১৪২১০৩ টি। বরগুনা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন খামারিদের সাথে কথা বলে জানা যায় এই সমস্ত হাতুড়ে/ ভুয়া চিকিৎসকের হাত থেকে তারা তাদের গবাদি পশু রক্ষা করতে চায়।
এই সমস্ত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান তারা। নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস করিবার দণ্ডঃকোনো ব্যক্তি নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস করিলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।
এ বিষয়ে বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখা হবে। নিবন্ধন ও সনদ ব্যতীত চিকিৎসা করার কোন সুযোগ নেই। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: