• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার আমতলীতে কৃষকের জমির ধান লুট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
বরগুনার আমতলীতে কৃষকের জমির ধান লুট

কৃষক আব্দুল মান্নান আকনের জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে ভুমি দস্যুরা কেটে লুট নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জমির মালিক আব্দুল মান্নান আকন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে। জানাগেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের আব্দুল মন্নান আকন রাহিমা বেগমের কাছ থেকে ২৩ নং সোনাখালী মৌজার ৩০১ খতিয়ানে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। গত ৯ বছর ধরে ওই জমি তিনি ভোগদখল করে আসছেন।

বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর বেগম ও তার লোকজন ধান কেটে লুট করে নেয়। জমির মালিক মান্নান আকন তাদের বাঁধা দিলে তারা তাকে (মন্নান) লাঞ্ছিত করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমির মালিক আব্দুল মান্নান আকন বলেন, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাহিমা বেগমের কাছ থেকে ২৬ শতাংশ জমি ক্রয় করেছি।

ওই জমি গত ৯ বছর ধরে আমি ভোগদখল করে আসছি। বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর ও তার লোকজন কেটে লুট করে নিয়ে গেছে। আমি এতে বাঁধা দিলে আমাকে তারা লাঞ্ছিত করেছে। মনিরুল আকন ধান লুট করে নেয়ার কথা অস্বীকার করে বলেন, শাহিনুর তার জমির ধান তিনি তার লোকজন দিয়ে কেটে নিয়েছেন। এখানে আমার কোন হাত নেই।

গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হানিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কিছু ধান কেটে নিয়েছে। তিনি আরো বলেন, উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাদের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন