বরগুনার পাথরঘাটায় মুখোশধারীদের ঝটিকা মিছিল
বরগুনার পাথরঘাটা পৌরসভার প্রাণকেন্দ্র পাথরঘাটা বাজারে মুখোশধারীদের দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করে ঝটিকা মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন মুখোশধারী ব্যক্তি বাজার এলাকায় ৪-৫ মিনিটের ঝটিকা মিছিল করে।
এ সময় তাদের মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা ছিল এবং জামায়াতে ইসলামীর স্লোগান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা। ১ জানুয়ারি ২০২৬ এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ শামীম আহসান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এ মিছিলের কোনো সম্পর্ক নেই এবং এটি দলকে বিতর্কিত করার অপচেষ্টা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনী আচরণবিধিমালা মেনে চলে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এদিকে বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি, তার আগে কোনো দলের মিছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। স্থানীয় রাজনৈতিক নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড চালাচ্ছে। তারা সকল দলকে সংযম ও সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- পাথরঘাটা
- ঝটিকা মিছিল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: