• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা হতে নিশানবাড়িয়া সড়কে বাস চলাচলের দাবি এলাকাবাসীর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১২ পিএম
বরগুনা হতে নিশানবাড়িয়া  সড়কে বাস চলাচলের দাবি এলাকাবাসীর

বরগুনা সদর থেকে নিশানবাড়িয়া সড়কে বাস চালু করা অত্যন্ত জরুরী,বিশেষ করে ছাত্র-ছাত্রীদের বেশি কষ্ট হচ্ছে সঠিক সময়ে স্কুলে যেতে পারেনা এবং ক্লাস শেষে বাড়ি ফেরার সময় গাড়ি পায়না,অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে অটো রিক্সা,সিএনজি ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে । বাসায় পৌছাতে সময় লাগে,স্কুলে সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারে না,এই রুটে বাস চলাচল চালু করলে সাধারণ মানুষ, ও শিক্ষার্থীরা বিশেষ ভাবে উপকৃত হবে।

বরগুনা থেকে নিশানবাড়িয়া সড়কে এখন রাজত্ব করছে অটো রিক্সা, সিএনজি এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল। অধিকাংশ ড্রাইভারই অদক্ষ নেই কোন ড্রাইভিং লাইসেন্স। অধিকাংশ গাড়ির নেই কোন বৈধ কাগজপত্র। রাস্তায় প্রায়ই দেখা যায় ছোট ছোট কিশোররা গাড়ি চালায়। প্রায়ই হয় দুর্ঘটনা। এই সড়কে অধিক গতিতে চলাচল করে সিএনজি।প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে সিএনজি। অধিকাংশ সিএনজির নেই কোন বৈধ কাগজপত্র চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স।

এমনকি নেই কোন প্রশাসনের নজরদারি। বরগুনা থেকে নিশানবাড়িয়া সড়কে চলাফেরা করে এমন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জোরালো দাবি জানিয়েছেন যাতে এই সড়কে যত দ্রুত সম্ভব পূর্বের মতো বাস চলাচল শুরু করা হয়। ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ ইমদাদুল হক মিলন বলেন,বরগুনা হতে নিশানবাড়িয়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। পূর্বে এই সড়কে বাস চলাচল ছিল।

আমরা এলাকাবাসী জোরালো দাবি জানাই যাতে খুব দ্রুত সম্ভব এই সড়কে বাস চলাচল শুরু করা হয়। এ বিষয়ে বরগুনা সদর উপজেলার ৯ নং বালিতলী ইউনিয়নের পরীরখাল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেল্লান হোসেন বলেন,বরগুলো হাতে নিশানবাড়িয়া সড়কে আমরা বাস চলাচল চাই। বাস চলাচল শুরু হলে বাস মালিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কে একটা বিশেষ সুবিধা দিয়ে থাকেন। শিক্ষার্থীরা গাড়ির অভাবে সঠিক সময়ে স্কুলে যাতায়াত করতে পারে না।

যদি এই সড়কে পূর্বের মতো বাস চলাচল শুরু হয় তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের মানুষ সুবিধা পাবে। এ বিষয়ে বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ইকবাল হোসেন সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বরগুনা হতে নিশানবাড়িয়া সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বর্তমানে এই সড়কের সংস্কারের কাজ চলমান। সড়কের কাজ শেষ হলেই আমরা গাড়ি চলাচল শুরু করব। পূর্বে যখন বাস চলাচল করতো তখন আমরা ছাত্র-ছাত্রীদের কে বিশেষ সুবিধা দিতাম। বাস চলাচল না থাকাতে ছাত্র-ছাত্রীদেরকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এবারেও আমরা পূর্বের মতো ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ সুবিধা দিব।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন