• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা ২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মনি'র মনোনয়ন বাতিলের দাবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৪ পিএম
বরগুনা ২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মনি'র মনোনয়ন বাতিলের দাবি

বরগুনা ২ আসনের বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর অভিযোগ দিয়েছেন। বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি এর মনোনয়ন বাতিল এর জন্য দাবি জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, ১/১১ সরকারের সময় দলত্যাগী হয়ে বিএনপির বিরোধিতা করা নূরুল ইসলাম মনি এখন পুনরায় দলে প্রবেশ করে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি বিএনপির আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।নুরুল ইসলাম মনি সাহেবের অত্যাচারে নেতারা আজ এলাকা ছাড়া।

দলের পদ পদবী ব্যবহার করে বিভিন্ন নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হয়রানি করেন। তার আপন ভাই জামাল, ভাতিজা সোলায়মান,কাওসার এবং ব্যাংক বাবুল সহ একাধিক ক্যাডার দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার অবিচার করা সহ সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে যাচ্ছেন। আওয়ামী লীগের দালাল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। অভিযোগকারীরা আরও দাবি করেন, মনি বেতাগী বামনা পাথরঘাটা অঞ্চলে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে প্রভাব বিস্তার করছেন। তিনি অতীতে আওয়ামী লীগ ও আওয়ামীপন্থী নেতাদের সঙ্গে মেলামেশা করেছেন এবং বর্তমানে সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।

নুরুল ইসলাম মনি সাহেব ১/১১ সরকারের সময় দলত্যাগ করেন। পিডিপি এর কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালন করা সহ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের চরিত্র হনন করেছিলো। এই পরিস্থিতিতে অভিযোগকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছেন, দলের ভাবমূর্তি রক্ষায় নূরুল ইসলাম মনি এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন— বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, গাজীপুর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তর ঢাকা এর সভাপতি, বামনা উপজেলা বিএনপি সদস্য মোঃ মিজানুর রহমান খান জাকির (জাকির খান), এবং বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাওলানা শামীম আহমেদ।

বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, ১/১১ সময় দল ধ্বংসের অন্যতম কারিগর সংস্কারপন্থী অন্যতম সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি। বিগত ১৭ বছরে একটা মামলা নেই তার। রাজপথে তার কোন ত্যাগ নেই আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে দল থেকে একদম জনবিচ্ছিন্ন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে টকশোতে নানা রকম অবাঞ্চিত বক্তব্য দিয়েছেন দলের দুঃসময় তার কোন দলের প্রতি কোন ত্যাগ নেই ৫ তারিখের পর ওপেন চাঁদাবাজি করেছে সাধারণ জনগণের মনে আতঙ্ক আমি সাধারণ জনগণের পক্ষে তার মনোনয়নের প্রত্যাহার চাই। বরগুনা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা ২ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা আসলে দলের ত্যাগী নেতাদের সাথে বেইমানি করা হয়েছে।

আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান এটা করতে পারেন না এবং তিনি করেননি। কেননা তারেক রহমান বলেছেন মিছিলের পিছনে যেই ব্যক্তি থাকবে তাকেও মূল্যায়ন করা হবে। নুরুল ইসলাম মনি দীর্ঘ ১৭ বছর দলের সাথে সম্পৃক্ত ছিল না।তিনি নিজেই স্বীকার করেছেন দীর্ঘ ১৭ বছর তিনি দলের সাথে ছিলেন না এবং আমার সাথে যারা ছিলেন তারা কেউ মামলা হামলা শিকার হয়নি। আমি ৬৮ টি মামলা খেয়েছি। দীর্ঘ ষোল বছর আমার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল। মনোনয়ন সঠিকভাবে দেওয়া হয়নি যে কয়জন প্রার্থী থাকবে সকলে ফরম কিনবে তারপর সকলকে মনোনয়ন বোর্ড ডাকবে ইন্টারভিউ নিবে তারপরে প্রার্থী যাচাই হবে। নুরুল ইসলাম মনি ত্যাগীদের মূল্যায়ন করতেছে না অপমান অপদস্ত করতেছে। আমি দলের হাই কমান্ডের কাছে আবেদন করব যাতে এই ব্যক্তির মনোনয়ন বাতিল করে যোগ্য লোককে মনোনয়ন দেওয়া হয়। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি'র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আবেদনটি পাঠানো হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,ভারপ্রাপ্ত মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বরিশাল বিভাগীয় টিমের প্রধানের কাছে।

দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান খান, বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন