• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম
বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে হত্যা ও পঙ্গু করার প্রতিবাদে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদেব বিচার ও ফাঁসির দাবিতে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় খানজাহান আলী মাজার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।

স্থানীয় বিএনপি নেতা শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুন আর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, শ্রমিকদল নেতা আবু হানিফ শানু, আলম মোল্লা, মহিলা দল নেত্রী শিরিনা বেগম এবং মহিলা দলের নেত্রী মিসেস মনিরা ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবনেতা সোহেল তরফদার, ফকির মাসুম বিল্লাহ, বিএনপি নেতা চাকলাদার নজরুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, ফকির আল মামুন টিপু, জিয়াউর রহমান লিটু, ফকির আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, কৃষক দল নেতা ফরহাদ শেখ, রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাবলা শেখ এবং সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, চায়না বেগম, বিউটি বেগম, রোজী বেগম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের

প্রধান অতিথির বক্তৃতায় ফকির তারিকুল ইসলাম বলেন,   হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালিয়েছে। হত্যা গুম সহ জঘন্য কর্মকান্ড পরিচালনা করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ দেশবাসী পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে সে গণহারে নির্যাতন চালায়। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। কিন্তু যাওয়ার আগে এ দেশের হাজার হাজার ছাত্র-জনতা হত্যা ও পঙ্গু করে গেছে। এই হত্যার দায় সে কোনোভাবেই এড়াতে পারে না। আজকের এই প্রতিবাদ সবার মাধ্যমে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসি দাবি করেন ফকির তারিকুল ইসলাম।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন