• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতবস্ত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৪ এএম
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতবস্ত

আজ ১৩-১২-২০২৫ ইং তারিখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে, বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দেশের বিভিন্ন জেলা কমিটির নে'তৃ'বৃ'ন্দ'দে'র'কে মানবতার কল্যাণে নিরলস কর্মকা'ণ্ডে'র ফ'ল'শ্রু'তিতে তাদেরকে স'ম্মা'নি'ত করা হয়।

এ সময় সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক এলিজা জামান। অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসানুল্লাহ মাননীয় উপাচার্য ইবাইস বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর এম এ সত্তার, মনজুর হোসেন ঈসা, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সমিতি, আর কে রিপন মহা-সচিব, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ। বরেণ্য শিক্ষাবিদ, উপস্থিত ছিলেন, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিনিয়র মিডিয়া কর্মীবৃন্দ, মানবাধিকার নেতৃবৃন্দ, দেশের সুশীল সমাজ এবং জাতীয় নেতৃবৃন্দ, এ সময় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, এক কথায় অত্র সংগঠনটি দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন তা মানবজাতির জন্য স্মৃতি হয়ে থাকবে।

বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের সংগঠনের চেয়ারম্যান, এইচএম মনিরুজ্জামান, অশ্রুসিক্ত কণ্ঠে, বলেন! ১০ মিনিটে প্রবাস থেকে রেমিটেন্স আসতে পারলে অবশ্যই ৭ দিনের মধ্যে প্রবাস থেকে প্রবাসীর মৃত্যুদেহ আসতে হবে। দেশ ও প্রবাসে প্রবাসীদের সকল সমস্যার সমাধান করতে হবে। বিমানবন্দরে মোবাইল সংক্রান্ত প্রবাসীদের জন্য করা কালো আইন বিলুপ্ত করতে হবে। তাছাড়া তিনি আজীবন অমৃত মানবতার কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতি ও নিজেকে উৎসর্গ করার কথা ব্যক্ত করেছেন। বিশ্ববাসীকে অত্র প্লাটফর্মে এসে ভালো কর্মে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন