বিয়ে ভেঙে যাওয়া সেই তৃপ্তি এখন ৯০০ কোটির ‘কন্যা’!

ছোট বেলায় একটু-আধটু অভিনয় করতেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, কিন্তু তা খুব একটা ভালো ছিল না। ১০ বছর ধরে নায়িকা হিসেবে কোনো পরিচালকের নজর কাড়তে পারেননি তৃপ্তি দিমরি।একের পর এক অডিশন দিলেও কাজ হয়নি, ব্যর্থ হয়েছেন।


তবে ধৈর্য হারাননি। ‘লায়লা মজনু’ সিনেমাতে সুযোগ পান অভিনয়ের, কিন্তু মুক্তির পর সেই সিনেমা ফ্লপ। গুঞ্জন শোনা যায়, পেশাজীবনের দুর্দিনেই তিনি জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী আনুশকা শর্মার ভাই প্রযোজক কর্ণেশ শর্মার সঙ্গে। তাদের বিয়েও প্রায় ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আচমকাই সম্পর্কের ইতি টানেন তারা।
যদিও এই নিয়ে কর্ণেশ বা তৃপ্তি— কেউ মুখে খোলেননি।
বিচ্ছেদের ব্যথা সয়ে হাসিমুখে একের পর ছবিতে কাজ করে গেছেন। এখন তারই বাজারদর নাকি আকাশছোঁয়া।
একটি ছবিতে সাহসী অভিনয় পেশাজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে! নামী নায়কের বিপরীতে চর্চিত দৃশ্যে অভিনয় তাকে নিন্দা-প্রশংসা দুইই দিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমাতে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির সাহসী দৃশ্য সাড়া ফেলে দিয়েছিল পর্দায়। রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে তিনি। একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন।
আসন্ন ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে কার্তিকের নায়িকা তৃপ্তি! তিনি নাকি এখন বলিউডের ৯০০ কোটির ‘কন্যা’। তার হাতে এখন যেসব ছবি আছে সেগুলোর বাজেট এরকমই।


আগামীতে তাকে দেখা যাবে শাহিদ কাপুরের বিপরীতে। পরিচালক বিশাল ভরদ্বাজও তার আগামী ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন তাকে। যদিও নায়িকার দাবি, ‘বাস্তবে আমি ভীষণ শান্ত। অভিনয়ে আসব ভাবিইনি। তবু ভাগ্যে বোধহয় অভিনেত্রী হওয়ার ছিল।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: