• ঢাকা
  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৬ এএম
বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

জাতির বীর শহীদ সন্তানদের স্মরণ শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রাঙ্গণ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ত্যাগ করেন তিনি।

এর আগে, রাত ১০টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণ করেন।

এদিন বিকেলে বিএনপির পক্ষ থেকে নিয়ম মেনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন।

ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন