বোয়ালমারীতে কৃষকলীগ নেতা লিটন মৃধা গ্রেপ্তার
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম
বোয়ালমারীতে কৃষকলীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটনকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের নিজ বাস ভবন থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন সংবাদ কর্মিদের বলেন, বোয়ালমারী থানায় একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: