বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবসে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বোয়ালমারীতে পালিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস।
ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় ডেসওয়া (ডিফেন্স এক্স-সোলজার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন) ট্রাস্টের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস।
প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস, যা ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠনের প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী , নৌবাহিনী এবং বিমান বাহিনীর তৎকালীন সদস্যরা আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে । ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে, ৯৩,০০০ পাকিস্তানি সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, ফলে ৯ মাসব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে। বাঙালী জাতি লাভ করে তাদের কাঙ্ক্ষিত বিজয়।
বোয়ালমারী উপজেলা এবং পৌর শাখা ডেসওয়া ট্রাস্ট আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুভ সূচনা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালির মাধ্যমে। সেনা-নৌ-বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অংশ গ্রহনে আনন্দ র্যালিটি উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা ডেসওয়া ট্রাস্ট সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: ইলিয়াস হোসেন শেখ'র সভাপতিত্বে এবং সার্জেন্ট (অব:) আবুল কালাম আজাদের অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভারচুয়াল বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামাল, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত সৈনিকদের যে কোন বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বাগত: বক্তব্য দেন, উপজেলা সভাপতি সি.ওয়া.অফিসার (অব:) মো: ইলিয়াস হোসেন শেখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলায় ডেসওয়া ট্রাস্ট প্রতিষ্ঠার অন্যতম কারিগর জেলা ডেসওয়া সভাপতি সি. ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিকী, উপজেলা উপদেষ্টা সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) সৈয়দ আমির আলী, সাধারন সম্পাদক, সার্জেন্ট (অব:) নুর ইসলাম মোল্যা, পৌর সভাপতি ল্যান্স কর্পোরাল আলী রেজা মিয়া, সাধারণ সম্পাদক, সার্জেন্ট জাহাঙ্গীর আলম প্রমূখ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অবসরপ্রাপ্ত নৌ সদস্য মিজান উর রহমান, শাহরিয়ার হোসেন হালিম, মো: ফরিদুজ্জামান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মরহুম লিয়াকত হোসেনের সহধর্মিনী রেহেনা হোসেনসহ সেনা বাহিনীর বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত সদস্য গণ। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- সশস্ত্র বাহিনী দিবস
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: