• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম
মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড তাকে ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা করে ‘সবুজ সংকেত’ দিলেই কেবল সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। দলের পক্ষ থেকে তিনিই কাতারের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমেই কাতারের অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা সেভাবেই প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং ম্যাডামকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে। পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা করছে কাতার কর্তৃপক্ষ।’

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে—বিষয়টি ঠিক আছে। তবে এটি আমরা ভাড়া করছি না। কাতার কর্তৃপক্ষই তাদের তত্ত্বাবধানে জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা (অ্যারেঞ্জমেন্ট) করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য কাতারের রয়েল কর্তৃপক্ষের উদ্যোগেই সবকিছু হচ্ছে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন এখনো আকাশপথে দীর্ঘ ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা বা ‘ফ্লাইং ফিটনেস’ অর্জন করেননি। মূলত এ কারণেই তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। চিকিৎসকরা জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে। গতকাল শুক্রবার দুই দফায় মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিয়মিত শারীরিক পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হয়।

এদিকে, শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে গতকাল লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান। তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডেরও একজন সদস্য।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন