ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৭৫ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ও ৭ নভেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া, ধোবাউড়া উপজেলার দিপুলিয়াপাড়া ও আমতলী এলাকা এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া ও পোড়াবাড়ী এলাকা ও শ্রীবরদী উপজেলার মাহিরাঙ্গাপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
অভিযানকালে অভিনব কৌশলে ভারত থেকে আনা ১ লাখ ৫ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড, ৬৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি গরু জব্দ করা হয়। এসব চোরাচালান ও মাদকদ্রব্যের মোট মূল্য ধরা হয়েছে ১৩,৭৫,৬০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন,“সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ময়মনসিংহ
- মাদকদ্রব্য জব্দ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: