রাণীনগরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আল হাজ্জ এছাহক আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজ বাউল হক লিটন ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাাই-রাণীনগর)আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্চা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,সাবেক ছাত্রনেতা ও শ্রমীক দলের সম্পাদক নাসির উদ্দীন টনি,ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: