• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ গরু চুরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৭ পিএম
রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫গরু চুরি

নওগাঁর রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে শিক্ষক লুৎফর রহমানের গোয়াল ঘরের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

‎গরুর মালিক শিক্ষক লুৎফর রহমান জানান,রোববার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজাসহ মোট ৭টি গরু গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানিয়েছেন শিক্ষক লুৎফর রহমান।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরাই গরু উদ্ধারসহ চুরির সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন