রোজ কত ঘণ্টা কাজ করেন অমিতাভ বচ্চন?
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার যে ঘোষণা দিয়েছিলেন, তা নিয়ে সরগরম ছিল বলিউড। পক্ষ-বিপক্ষ দু'দিকেই আলোচনা-সমালোচনা হয়েছে বিস্তর।
এই বিতর্কের মাঝেই এবার প্রকাশ্যে এলো বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের অবিশ্বাস্য কাজের রুটিন। ৮৩ বছর বয়সে এসেও তিনি যে পরিমাণ উদ্যম ও শক্তি নিয়ে কাজ করছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো!
সম্প্রতি জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র (কেবিসি) সেটে অতিথি হিসেবে এসেছিলেন 'দ্য ফ্যামিলি ম্যান' সিরিজে খ্যাতি পাওয়া তিন অভিনেতা মনোজ বাজপেয়ী, শারিব হাশমী ও জয়দীপ অহলওয়াত। এই পর্বের শুটিং শেষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা শারিব হাশমী অমিতাভ বচ্চনের কাজের গতি ও রুটিন নিয়ে মুখ খোলেন।
শারিব জানান, অমিতাভ বচ্চন সাধারণত সকাল ৯টায় শুটিং সেটে আসেন। আর কাজ শেষ করে বাড়ি ফিরতে তার রাত ১২টা বেজে যায়। অর্থাৎ দিনের প্রায় ১৩ ঘণ্টা তিনি একটানা কাজ করে চলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিগ বি এক দিনে পরপর তিনটি এপিসোডের শুটিং করেন।
দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক
- বিষয়:
- অমিতাভ বচ্চন
- দীপিকা
- বলিউড
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: