• ঢাকা
  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামির ব্যাংক হিসাব অবরুদ্ধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৪৬ পিএম
শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামির ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

গত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ৮টি ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত চেয়ে আবেদন করেছিল। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর হয়েছে।

এর আগে গত সোমবার আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

হাদিকে গুলি করার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। পরবর্তীতে হাদি মারা গেলে মামলাটিতে ৩০২ ধারা যুক্ত হয়। এ মামলার পর এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিরা হলেন— ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগম, ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্টকার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম। এদের মধ্যে হুমায়ুন ও হাসি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর আসামিরা রিমান্ডে রয়েছেন।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন