শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
বুধবার বিকেলে একগুছ ছবি প্রকাশ করেন স্বস্তিকা। দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও স্টাইলিশ একটা লুক ছিল তার মাঝে; ছিল আত্মবিশ্বাসী ভঙ্গিও। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’
নেটিজেনরা তার এই লুক নিয়ে বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘পরী একটা, বিকিনি থেকে শাড়ি; সবকিছুতে সেরা।’ আরেকজন লিখেছেন, ‘বয়স বেশি, কিন্ত দেখতে কুমারী লাগছে।’
টালিউডের এই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
সামাজিক মাধ্যমে ট্রল প্রসঙ্গে আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।
উল্লেখ্য, এর আগে গত শনিবার নিজের ৪৫তম জন্মদিন উপলক্ষে বিকিনি পরা একাধিক ছবি পোস্ট করে আলোচনায় আসেন স্বস্তিকা মুখার্জি। হলুদ ও সাদা চেক বিকিনিতে তোলা সেই ছবিগুলো নিয়েও কম বিতর্ক হয়নি। তবে সমালোচনার তোয়াক্কা না করে নিজের মতো করেই এগিয়ে চলছেন এই অভিনেত্রী; আর সেটাই যেন বারবার প্রমাণ করছেন স্বস্তিকা।
দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: