• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শেরপুর সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামালসহ কাভার্ডভ্যান আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৭ পিএম
শেরপুর সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামালসহ কাভার্ডভ্যান আটক

গারো পাহাড় সীমান্তে কোটি টাকার চোরাচালানি মালামালসহ  কাভার্ডভ্যান আটক করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে টহল দল।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়।

তিনি প্রতিনিধি কে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে কঠোর অভিযান অব্যাহত রেখেছে এবং তা ভবিষ্যতেও চলমান থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন