• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোনার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস।

গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় থানায় জিডিটি করেন তিনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সংগঠনটির সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক বিবৃতিতে অবিলম্বে এ ধরনের উদ্দেশ্যে প্রণোদিত সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নেতারা বলেন, শামছুল ইসলাম দেশের স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। জিডিতে বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।

বিএসআরএফের দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হলে তাকে নেত্রকোনার ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। এরপর এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ঘটনায় প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কর্মকর্তা সাংবাদিক শামছুল ইসলামকে ভয়ভীতি ও হয়রানির উদ্দেশ্যে এই ধরনের জিডি করেছেন। 

সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। হুমকি-ধামকি দিয়ে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। বিএসআরএফ বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন