• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম
সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন রিশাদ।

সাকিব আল হাসান বিগ ব্যাশে দুই মৌসুমে দুটি ভিন্ন দলের হয়ে মোট ছয় ম্যাচ খেলে নিয়েছিলেন ৯টি উইকেট।

অন্যদিকে, চলতি আসরেই বিগ ব্যাশে অভিষেক হওয়া রিশাদ হোসেন প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন।

শুক্রবার হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে রিশাদ ছিলেন ম্যাচ জয়ের অন্যতম নায়ক। তিনি ২৬ রান খরচায় শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ৩৭ রানের ব্যবধানে জয় পায় হোবার্ট হারিকেন্স।

এই পারফরম্যান্সের মাধ্যমে মাত্র আট ম্যাচেই রিশাদের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। ফলে বিগ ব্যাশ লিগে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড এখন রিশাদ হোসেনের নামের পাশে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন